সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে হস্তলিপি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন   |   সারাদেশ

সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে হস্তলিপি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ): 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সুন্দর হস্তলিপি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে ৩ শতাধিক বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মতিউর রহমান পীর, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চাঁন মিয়া,অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট মণীষ কান্তি দে মিন্টু, অমল কর, সীতেশ তালুকদার মঞ্জু, সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মো. ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী,সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন নাহিদ, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম, শাহীন রেজা, মো. শাহিন হোসাইন, শুভ বণিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, উপ-ধর্মবিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ। 

উল্লেখ্য, গত ১১ আগস্ট সুনামগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের সহশ্রাধিক ক্ষুদে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁরা সুন্দর হস্তলিপি ও গ্রাম বাংলার চিত্রসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকেন।

সারাদেশ এর আরও খবর: